লিডিং ইউনিভার্সিটির নবীন বরণ রোববার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৩, ৮:৫৩:০০ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির নবীন বরণ আগামী রোববার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামে স্প্রিং ২০২৩ সেমিস্টারে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে ঐদিন সকাল ১১টায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী।
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এবং ট্রেজারার বনমালী ভৌমিক। সভায় জানানো হয়, নবীন শিক্ষার্থীদের জন্য সিলেট নগরীর সুরমা পয়েন্ট, তালতলা থেকে সকাল পৌণে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বাস ছাড়বে।