হেলিকপ্টার দুর্ঘটনায় ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৩, ৯:০৬:০০ অপরাহ্ন

ডাক ডেস্ক : এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কি। পুলিশের বরাত দিয়ে গতকাল বুধবারের ঘটনাটি শিরোনামে এনেছে সিএনএন।
স্থানীয় পুলিশ প্রধান ইহোর ক্লাইমেনকো জানান, ব্রোভারি এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনাটি ঘটে।
তবে দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। কাছাকাছি সময়ে কিয়েভে রুশ হামলারও কোনো তথ্য নেই।
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রণালয়ের একটি দল ছিল ওই হেলিকপ্টরে। নিহতের তালিকায় রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফার্স্ট ডেপুটি মিনিস্টার ও রাজ্য সচিব।
কিয়েভ অঞ্চলের একটি কিন্ডারগার্টেন ও আবাসিক ভবনের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ওই ঘটনায় অন্তত ১৮ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। হতাহতের মধ্যে বেশ কিছু শিশুও রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো সোশ্যাল মিডিয়ায় পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে মন্ত্রৗ ও অন্য কর্মকর্তাদের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন।