সিলেটে নারী উদ্যোক্তা মেলা আজ শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৩, ৯:৩১:৩২ অপরাহ্ন
সিলেট নগরীতে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। বাতি ফাউন্ডেশনের উদ্যোগে এই মেলা নগরীর জল্লারপাড়স্থ গ্র্যান্ড প্যালেসে অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জয়সওয়াল।
আগামী ২১ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি ও বিশেষ অতিথি হিসেবে থাকবেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। বাতি ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ফাউন্ডার শাহানা চৌধুরী জানান, তৃণমূল নারীদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।-বিজ্ঞপ্তি