শান্তিগঞ্জে নির্মাণের বছর না যেতেই সুবর্ণ জয়ন্তী চত্বরে ফাটল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৩, ৮:২৪:৩৬ অপরাহ্ন
মো. নুরুল হক, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে : শান্তিগঞ্জে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ১৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন উপজেলা পরিষদ স্মৃতি সৌধ ও সুবর্ণ জয়ন্তী চত্বরে ফাটল দেখা দিয়েছে।
গতবছরের ৫ মার্চ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের বাস্তবায়নে চত্বরটি নির্মাণ করা হয়।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে গিয়ে দেখা যায়, চত্বরের ফ্লোরের বিভিন্ন জায়গায় কয়েকটি ফাটল ধরেছে যা প্রতিনিয়ত এলাকার জনসাধারণের দৃষ্টিগোচরে আসছে।
অনেকেরই ধারণা, তড়িগড়ি করে নিম্নমানের সামগ্রী দিয়ে এবং পরিকল্পিতভাবে সঠিক জায়গা নির্ধারণ ও সয়েল টেস্ট না করিয়ে চত্বর নির্মাণ করায় এভাবে নির্মাণের কয়েক মাসের মাথায় দৃষ্টিনন্দন স্মৃতি সৌধ ও চত্বরে ফাটল ধরেছে।
এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূঁইয়া জানান, আমাদের মূল চত্বরে কোন ফাটল ধরেনি। চত্বরের উত্তর পাশে উপজেলা পরিষদের সীমানা প্রাচীর হেলে যাওয়ায় চত্বরের ফ্লোরের ইট সলিংয়ে ফাটল ধরেছে। আমরা মাঠ ভরাটের এক প্রকল্প নিয়ে সীমানা প্রাচীরের উত্তর পাশ ভরাট করার পর ফ্লোর মেরামত করে দেব।
শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন বলেন, এই কাজের বাস্তবায়ন ও প্রকৌশলগত কাজ করেছে পিআইও অফিস। তারা ভালোভাবে যাচাই করে কাজটা করলে এত দ্রুত সময়ে চত্বরের ফ্লোরে ফাটল ধরত না। বর্তমানে চত্বরের উত্তর সাইডে মাটি ভরাট করে যে জায়গায় ফাটল দেখা দিয়েছে তা নতুনভাবে সংস্কার করা হবে।
এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান বলেন, স্মৃতি সৌধের উত্তর পাশে মাটি ভরাট না থাকায় কিছু অংশে ফাটল দেখা দিয়েছে। বর্তমানে সাইডে মাটি ভরাটের কাজ চলছে। মাটি ভরাট শেষে ফাটল অংশ সংস্কার করে দেওয়া হবে।