শায়েস্তাগঞ্জে সরকারি বই বিক্রির অভিযোগে আটক প্রধান শিক্ষিকা কারাগারে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৩, ৮:৩৬:৪৯ অপরাহ্ন
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : শায়েস্তাগঞ্জে সরকারি বই বিক্রির অভিযোগে আটক প্রধান শিক্ষিকা আয়েশা আক্তার (৪৫) কে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী গ্রামের মৃত মো আব্দুল্লাহর স্ত্রী। গত বুধবার বিকালে তাকে কারাগারে পাঠানো হয়।
জানা যায়, গত মঙ্গলবার বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুরে একটি ভ্যান গাড়ি থেকে চলতি শিক্ষাবর্ষের প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ৩৯৪টি সরকারি বই জব্দ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী। এই বইগুলো কদমতলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আয়েশা আক্তার ভ্যান যোগে ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে বিক্রি করার জন্য পাঠান। এ ঘটনায় গত মঙ্গলবার রাতেই উপজেলা শিক্ষা কর্মকর্তা বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ শিক্ষিকা আয়েশা আক্তারের বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ৯৬টি বই উদ্ধার করে এবং ওই শিক্ষিকাকে গ্রেফতার করে।
মামলা সূত্রে জানা যায়, কদমতলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আয়েশা আক্তার গত ১৭ ডিসেম্বর শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংরক্ষিত বইয়ের গোডাউন থেকে ৭৫২টি বই সংগ্রহ করেন। তিনি এর থেকে কিছু বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে বাকি বইগুলো বিক্রির চেষ্টা করেন।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক কামাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক শিক্ষা অফিসারের মামলার ভিত্তিতে আয়েশা আক্তারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।