কৃষি ঋণ মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার
কৃষি ঋণ কৃষকের দাবি, ন্যায্য অধিকার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৩, ৮:৩৯:০২ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, কৃষি ঋণ কৃষকের দাবি, এটা শুধু তাদের দাবি নয়, তাদের ন্যায্য অধিকার।
গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসনের আয়োজনে সিলেট জেলা স্টেডিয়ামের সম্মুখ প্রান্তে মোহাম্মদ আলী জিমনেসিয়ামে কৃষি ঋণ মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত উক্তি ‘আমার মাটি আছে, মানুষ আছে’ উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশ একটা উর্বর ভূমি- তার অগ্রগামিতা জাতির পিতা বুঝেই দেশ পুনর্গঠনের লক্ষ্যে নীতি-পলিসি সবকিছুই ঠিক করেছিলেন। সে কারণে স্বাধীনতার পরে বঙ্গবন্ধু কৃষির প্রতি সবচেয়ে বেশি মনোযোগি হয়েছিলেন। এরই ধারাবাহিকতায় আমাদের সব উন্নয়ন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, কৃষিবান্ধব সরকার। প্রধানমন্ত্রী কৃষির সব প্রক্রিয়া সম্পর্কে ভালোমত অবগত আছেন উল্লেখ করে ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, প্রথাগত কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করতে পারলেই জীবনমান উন্নত হবে এবং বাংলাদেশ দারিদ্রতার কষাঘাত থেকে মুক্তি পাবে।
জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক এ কে এম এহসান।
দিনব্যাপী এ মেলায় জেলার সকল ব্যাংকের শাখা প্রধানসহ অন্যান্য কর্মকর্তা, কৃষক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলায় ৪২টি স্টলে কৃষি ঋণ আবেদন, ঋণ বিতরণসহ কৃষি সম্পর্কিত গুরুত্বপূর্ণ পরামর্শ এবং কৃষকদের মাঝে কৃষি ঋণের চেক প্রদান করা হয়।