বরইকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিব হোসেন আর নেই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৩, ৯:১৪:৩৯ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেটের বরইকান্দি ইউনিয়ন পরিষদের ২ বারের সাবেক চেয়ারম্যান, সালিশ ব্যক্তিত্ব, ব্যবসায়ী আলহাজ্ব হাবিব হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল বৃহস্পতিবার সকালে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের বড় ছেলে রায়হান হোসেন বলেন, তার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। প্রথমে তাঁকে নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মৃত্যুবরণ করেন।
তিনি বলেন, তার বাবার মৃতদেহ আজ শুক্রবার বিকেল ৪টার দিকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে গ্রামের বাড়ি সিলেট নগরী সংলগ্ন দক্ষিণ সুরমার বরইকান্দি ইউনিয়নের সুনামপুর গ্রামে আনা হবে। এরপর রাত ৯টায় বরইকান্দি শাহী ঈদগাহে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
এদিকে, সাবেক ইউপি চেয়ারম্যান ও পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্য আলহাজ হাবিব হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী, সম্পাদক হুমায়ুন আহমেদ ও সাংগঠনিক সম্পাদক এনামুল হক রুবেল। তারা মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।