তাহিরপুরে ৩ ভাই মিলে এক ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৩, ৯:১৮:০০ অপরাহ্ন
তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের তাহিরপুরে বসতবাড়ির জায়গা বণ্টনের জের ধরে ভাইদের মারধরে আপন ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহত নুরুল আমিন (৬০) উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত তাহির আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নিজ বাড়িতে সম্পত্তির বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নিহতের অপর তিন ভাই নুরুল হক (৭০), শাহ আলম (৫০), শাহজাহান (৫৫) ও তাদের ছেলে-মেয়েরা মিলে তাকে লাঠি দিয়ে পিটিয়ে ও কিল-ঘুষি মারে। এ সময় পরিবারের অন্য সদস্যরা বাধা দিলেও ওদের থামাতে পারেনি। এক সময় নুরুল আমিনকে মাটিতে ফেলে রেখে তার ভাইয়েরা চলে যায়। এরপর পরিবারের অন্য লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নুরুল আমিনের ২ ছেলে ও ৩ মেয়ে রয়েছে।
এলাকাবাসী জানায়, শ্রীপুর গ্রামের তাহির আলী দুই সংসারে ৬ ছেলে রেখে ১৫ বছর আগে মারা যান। মারা যাওয়ার পর থেকেই সন্তানরা প্রায়ই জায়গা জমি নিয়ে ঝগড়া-বিবাদ করে আসছে। প্রথম সংসারের পুত্র সন্তানরা হলেন নুরুল আমিন, শাহজাহান, নুরুল হক ও শাহ আলম। দ্বিতীয় সংসারের পুত্র সন্তানরা হলেন শাহজামাল ও শাহপরান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আসার পূর্বেই নুরুল আমিন মারা যান। তবে, তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
এদিকে, ঘটনার পরপরই নিহতের বাড়ি পরিদর্শনে যান তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ প্রমুখ।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেন জানান, লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।