জেলা ও মহানগর বিএনপির জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন
জিয়ার জন্ম না হলে দেশে বহুদলীয় গণতন্ত্রের অস্তিত্ব থাকত না ……আব্দুল কাইয়ুম চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৩, ৯:৫৫:১০ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ইতিহাস ভিন্ন হতে পারতো। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সমৃদ্ধ জাতি গঠনের প্রতিটি যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জিয়া নিজেই ইতিহাস সৃষ্টি করেছেন। জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের অস্তিত্ব থাকত না। তিনি মহান মুক্তিযুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে নেতৃত্ব দিয়েছেন, একই ভাবে ‘জাতির দুর্যোগময় মুহূর্তে একদলীয় বাকশালী শাসনে বিপর্যস্ত জাতিকে মুক্তি দিতে প্রতিষ্ঠা করেছেন বহুদলীয় গণতন্ত্র। ফিরিয়ে দিয়েছেন সংবাদপত্রের স্বাধীনতা। জিয়াউর রহমান সততা, গভীর দেশপ্রেম ও নেতৃত্বের দৃঢ়তাসহ নানা গুণাবলীর মাধ্যমে সর্বস্তরের মানুষের হৃদয় জয় করেছিলেন। জিয়াউর রহমান মানে স্বাধীনতা, জিয়া মানেই বাংলাদেশ। শহীদ জিয়াকে যারা ইতিহাস থেকে মুছে দেয়ার ষড়যন্ত্র করবে সময়ের ব্যবধানে তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ একই সূত্রে গাঁথা।’
গতকাল বৃহস্পতিবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা বিএনপি নেতা তাজরুল ইসলাম তাজুলের সঞ্চালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে মোনাজাতে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা, মরহুম আরাফাত রহমানের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এরপর প্রায় ১১’শ শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, ফালাকুজ্জামান চৌধুরী জগলু, ফখরুল ইসলাম ফারুক, ইকবাল বাহার চৌধুরী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, কামরুল হাসান শাহীন, ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, কোহিনুর আহমদ, শরিফুল হক, আনোয়ার হোসেন মানিক, ময়নুল ইসলাম, মামুনুর রশীদ মামুন চেয়ারম্যান, রফিকুল ইসলাম শাহপরান, আব্দুল লতিফ খান, এডভোকেট মুমিনুল ইসলাম মোমিন, শাকিল মোর্শেদ, লোকমান আহমদ, বাদশা আহমদ, সালেহা কবির শেপী, নিজাম উদ্দিন তরফদার, আলতাফ হোসেন সুমন, মাওলানা নুরুল হক, মনিরুল ইসলাম তুরন, অর্জুন ঘোষ, রায়হান এইচ খান, রাসেল আহমদ রানা, জালাল আহমদ খান, সুহেল ইবনে রাজা, শাহিন আলম জয়, যুবদল নেতা, আক্তার আহমদ, জি.এম বাপ্পি, আমিনুল ইসলাম আমিন, এস.এম পলাশ, বাবর আহমদ রনি, মকসুদুল করিম নুয়েল প্রমুখ।
মহানগর বিএনপির কর্মসূচি
এদিকে, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৮৭তম জন্মবার্ষিকীতে মহানগর বিএনপি বিভিন্ন কর্মসূচি পালন করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় মহানগর বিএনপি’র ভাতালিয়াস্থ অস্থায়ী কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনভর কর্মসূচি শুরু হয়। এরপর বাদ জোহর হজরত শাহজালাল(র.) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকাল ২টায় হজরত শাহজালাল দরগা প্রাঙ্গণে অসহায়, দুস্থ মানুষের মাঝে শিরণী বিতরণ করা হয়। সন্ধ্যা ৬টায় জিয়াউর রহমান’র জীবন ও কর্মের উপর অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, যুগ্ম আহবায়ক রেজাউল আলম কয়েস লোদী, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, এমদাদ হোসেন চৌধুরী, নজীবুর রহমান নজীব, আহবায়ক কমিটির সদস্য সৈয়দ তৌফিকুল হাদী, আফজাল উদ্দিন, মাহবুব চৌধুরী, মহানগর বিএনপি’র ১নং সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না, সাধারণ সম্পাদক সৈয়দ রাজন আহমদ ও নজির হোসেন, সাংগঠনিক আব্দুল মুনতাসির চৌধুরী সাব্বিহ, ৪নং ওয়ার্ডের সভাপতি মিজান আহমদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক এবি মজুমদার রনি, ৫নং ওয়ার্ডের সাধারন সম্পাদক আব্দুল্লাহ শফি সাঈদ সাহেদ, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এ এসএম সায়েম, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রুবেল বক্স, ১১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোঃ তায়েফ, ১৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুস সবুর রাসেল, ১৬নং সাধারণ সম্পাদক রুম্মান আহমদ, ২১নং ওযার্ডের সভাপতি খায়রুল ইসলাম খায়ের, ২৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এম এ মান্নান, মহানগর বিএনপি নেতা মুফতি সৈয়দ নেহাল উদ্দিন, শফিকুর রহমান টুটুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, বিএনপি নেতা খালেদ আকবর চৌধুরী, মহানগর যুবদলনেতা এমদাদুল হক স্বপন, বিএনপি নেতা মঞ্জুর হোসেন, আসাদুল হক আসাদ, বিমল দেবনাথ, জুবেদ আমীরী, উজ্জল রঞ্জন চন্দ, মনজুরুল করিম তুহিন, সুহেল আহমদ প্রমুখ।
শিরণি বিতরণের পূর্বে মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, বাংলাদেশ যতবার পথ হারিয়েছে ততবারই জিয়াউর রহমানের নেতৃত্বে দাঁড়িয়েছে। আধুনিক বাংলাদেশের ভিত রচনা করে গিয়েছিলেন জিয়াউর রহমান।-বিজ্ঞপ্তি।