আছিয়া-কুতুব ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৩, ১০:১২:২০ অপরাহ্ন
ডাক ডেস্ক : ৭ম আছিয়া-কুতুব ফাউন্ডেশন বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক মোস্তাক আহমদ চৌধুরী এ্যাডভোকেট এই ফলাফল ঘোষণা করেছেন। গত ২৪ ডিসেম্বর ’২২ইং গোলাপগঞ্জ থানার বিভিন্ন প্রাইমারি স্কুলের বিপুল সংখ্যক শিক্ষার্থীদের অংশগ্রহনে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। এর মধ্যে ৫৬ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি লাভ করেছেন । বৃত্তির ফলাফল নিম্নে তুলে ধরা হলো ।
সম্মিলিত মেধাতালিকা : প্রথম স্থান- জান্নাতুল নূর লুবাবা ( রণকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ), দ্বিতীয় স্থান- সাফওয়ান আরিফীন সাদিক (সরকারি এম সি একাডেমি), তৃতীয় স্থান- জান্নাতুল ফেরদৌসী রাবেয়া (দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়)
এ গ্রেড ঃ রোল নম্বর -১১৭৬, ১৩০০, ১২৯৪, ১৩০১, ১১০৫, ১১৯৩, ১১০২, ১২০২, ১১০১, ১৪৫৪, ১২৯০, ১২০১, ১৫৩২, ১৫৫০ = ১৪ জন।
বি গ্রেড ঃ ১৩৫১, ১৪৩৫, ১২৬১, ১২৯৯, ১৫৬৬, ১১৪২, ১২৬০, ১২৬৯, ১৫০৬, ১২৩৮, ১১০৬, ১৫০৫, ১১২৭, ১২৬৭, ১১৬৬, ১২৩৯ = ১৬ জন।
সি গ্রেড ঃ ১১৩৪, ১২৩৭, ১৪৫৩, ১৩৫৩, ১২৯৮, ১২৩৬, ১৪৫৫, ১৩৬৪, ১২৯২, ১৩৫৪, ১৩৫৫, ১৫২৭, ১৫৩১, ১১০৩, ১১৪৭, ১২৮৮, ১২৮৯, ১২৮৭, ১২৩৭, ১১৪১, ১১১০, ১১৩৫, ১৫০৩ = ২৩ জন।