দেওকলস উচ্চ বিদ্যালয় ও কলেজের সুবর্ণ জয়ন্তী কাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৩, ১০:৩৩:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসব আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে । বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপি কর্মসূচিতে রয়েছে-শোভাযাত্রা,আলোচনা সভা,স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী এম,এ,মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী ও মোহাম্মদ ইয়াহইয়া চৌধুরী।
উদ্বোধন করবেন সিলেট মেট্রোপলিটান ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর মোহাম্মদ জহিরুল হক। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত)সুধাংশু শেখর তালুকদার ও সম্মিলিত সাংস্কৃতিক জোট,সিলেট এর সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী। শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট কণ্ঠশিল্পীগণ। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পদকপ্রাপ্ত এই বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব কয়েক হাজার প্রাক্তন শিক্ষার্থীর মিলনমেলায় পরিণত হবে বলে উদযাপন পরিষদের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।