কোম্পানীগঞ্জে সরিষার বাম্পার ফলন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৩, ৭:৩১:৪২ অপরাহ্ন
আবিদুর রহমান, কোম্পানীগঞ্জ থেকে : কোম্পানীগঞ্জ উপজেলায় এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। এ বছর সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৬৭১ হেক্টর। এর বিপরীতে ফলন হয়েছে ৭৬১ হেক্টর জমিতে। যা সিলেট জেলার সকল উপজেলার মধ্যে সর্বোচ্চ। কোম্পানীগঞ্জের পরই রয়েছে গোয়াইনঘাট ও গোলাপগঞ্জ উপজেলা। এ দুই উপজেলায় যথাক্রমে ৭১৮ ও ৬৫১ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিন দেখা যায়, ফসলের মাঠগুলো সরিষা ফুলের হলুদ রঙে অপরূপ শোভা ধারণ করেছে। সরিষার এই ফলনে কৃষকের চোখেমুখে আনন্দের আভা ফুটে উঠেছে। চাষিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হয়েছে।
উপজেলার লম্বাকান্দি গ্রামের কৃষক ইকরামুল হক বলেন, আমি গতবার ২০ বিঘা জমিতে সরিষার চাষ করেছিলাম। খরচ হয়েছিল ৩০ হাজার টাকা। সরিষা বিক্রি করে পেয়েছি ৮০ হাজার টাকা। এবার ত্রিশ বিঘা জমিতে সরিষা চাষ করেছি। ফলন দেখে মনে হচ্ছে, গতবারের চেয়ে উৎপাদন আরও বেশি হবে। সে কারণে এবার বেশি লাভের আশা করছি।’
একই গ্রামের কৃষক ইসহাক মিয়া জানান, এবার তিনি ৪৫ বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। গতবারের চেয়ে এবার তার ফলন ভালো হয়েছে। উপজেলা কৃষি কার্যালয়ের দেওয়া তথ্যানুযায়ী, এ অঞ্চলের কৃষকেরা সাধারণত ছয়টি জাতের সরিষা আবাদ করে থাকে। সেগুলো হচ্ছে উচ্চফলনশীল (উফশী) সরিষা বারী-৯, বারী-১৪, বারী-১৫, বারী-১৭, টরি-৭ ও সম্পদ জাতের সরিষা।
কৃষি অফিস আরও জানায়, গত কয়েক বছর ধরে উপজেলায় সরিষা চাষ ও ফলন দুই-ই বেড়েছে। কিছুদিনের মধ্যে ক্ষেত থেকে সরিষা তোলা শুরু হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ বলেন, কোম্পানীগঞ্জ উপজেলায় এবার জেলার মধ্যে সর্বোচ্চ ফলন হয়েছে। চাষিদের জন্য এটা খুশির খবর। এ অঞ্চলের মাটি সরিষা চাষের উপযোগী হওয়ায় দিন দিন আবাদ বাড়ছে বলে জানান তিনি।