বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল হক চৌধুরীর ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৩, ৭:৩৯:২৬ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট সরকারি আলীয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত শায়খুল হাদীস, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল হক চৌধুরী আর নেই। তিনি গত বৃহস্পতিবার রাত ১২টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই পুত্র, পাঁচ কন্যা, স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের পুত্রদের মধ্যে একজন সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী ও অপরজন ব্যবসায়ী মাছনুন চৌধুরী। গতকাল শুক্রবার বাদ জুম্মা হযরত শাহজালাল রহ. জামে মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, সিলেট ইবনেসিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এমদাদ হুসেন চৌধুরী, গ্রামীণ জনকল্যাণ ও ফিমেল একাডেমির চেয়ারম্যান জামিল চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৈফিকুল হাদি, কুদ্দুছ সর্দার, আব্দুল হামিদ চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী, পাঠানটুলা জামেয়ার প্রিন্সিপাল লুৎফুর রহমান হুমায়দী, মাওলানা সোহেল আহমদ, মাওলানা সিরাজুল হক, বিএনপি নেতা আনোয়ার হোসেন মানিক, আহছানুজ্জামান শহিদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আফছর খান, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সায়েম আহমদ, নাদিম আহমদ প্রমুখ। জানাজা শেষে হযরত শাহজালার (রহ.) দরগাহ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।
খন্দকার মুক্তাদিরের শোক
সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরীর পিতা, সিলেট সরকারি আলীয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত শায়খুল হাদীস বর্ষীয়ান আলেম মাওলানা আব্দুল হক চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মাওলানা আব্দুল হক চৌধুরী ছিলেন সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ আলেমে দ্বীন। হাজার হাজার আলেমের উস্তাদ হিসেবে তিনি আমৃত্যু দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছেন। তার মৃত্যুতে আমরা অভিভাবকতূল্য আলেমকে হারালাম। আল্লাহ মরহুম আব্দুল হক চৌধুরীকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।