শাহজালাল বিশ্ববিদ্যালয়ের টিলায় অগ্নিকান্ড
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৩, ৭:৪৩:২৫ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের পাশের টিলায় দুর্বৃত্তদের অগ্নিকান্ডে চার বিঘার মত এলাকার আগাছা পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার দুপুরে শাবির সৈয়দ মুজতবা আলী হলের পাশের টিলায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।
নিরাপত্তা কর্মী তানজির আহমেদ বলেন, দুপুর ১টায় ওই টিলায় আগুন দেখে আমার অন্য সহকর্মীদেরকে জানাই। এরপর আমরা ৩০ থেকে ৩৫ জন মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। পরে জানাজানি হলে সিলেট সদরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র কর্মকর্তা মো. বেলাল হেসেনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে আসার আগেই নিরাপত্তাকর্মীরা আগুন নিভাতে সক্ষম হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান বলেন, টিলায় আগুন লাগানোর বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। কে বা করা আগুন লাগিয়েছে তা জানা যায় নি। এই টিলা দুর্গম হওয়াতে মূল্যবান গাছের চারাও লাগানো হয়নি। অগ্নিকান্ডে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এতে আগাছা পুড়েছে বলে জানান তিনি।