এমসি কলেজের সাবেক ২ অধ্যক্ষকে বিদায় সংবর্ধনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৩, ৭:৪৭:৪৭ অপরাহ্ন
এমসি কলেজ প্রতিনিধি:সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ কলেজের সদ্য বিদায়ী ২ অধ্যক্ষকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে নগরীর রোজভিউ হোটেলে কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ ও প্রফেসর পান্না রানী রায়কে এই বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
কলেজের শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জেবিন আক্তার ও রসায়ন বিভাগের প্রভাষক চঞ্চল রায় শুভের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ আশরাফুল কবীর। কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক তৌফিক এজদানী চৌধুরীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত বিদায়ী ব্যক্তিত্বদ্বয়ের পরিবার, মাউশি আঞ্চলিক কার্যালয়ের পরিচালক, প্রাক্তন বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক সহ অন্যান্য পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিদায় সম্ভাষণে বক্তারা সংবর্ধিত বিদায়ী ব্যক্তিত্বদ্বয়ের সুস্থতা ও অবসরোত্তর জীবন আরও আনন্দময় হোক এই প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রফেসর মো. সালেহ আহমদ ও প্রফেসর পান্না রানী রায়কে ক্রেস্ট, মানপত্র ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় তাদের পরিবারকেও সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য, চতুর্দশ বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা প্রফেসর মো. সালেহ আহমদ গত বছরের ২৪ আগস্ট ও প্রফেসর পান্না রানী রায় ৩১ অক্টোবর বর্ণাঢ্য কর্মজীবন শেষ করে মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ পদ থেকে অবসরোত্তর ছুটিতে গমন করেন।