জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ
দুর্যোগে বিএনপি সাধারণ মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে —– কাইয়ুম চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৩, ৭:৫৪:২৬ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় দেশের সাধারণ মানুষের কল্যাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। বিগত করোনা, বন্যাসহ যে কোন দুর্যোগে বিএনপি সাধারণ মানুষের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি বৃহস্পতিবার রাতে নগরীর হযরত শাহজালাল (র:) দরগাহ এলাকায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মামুনুর রশীদ মামুনের ব্যবস্থাপনায় ও কানাইঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি আহমদ সুলেমান এর উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণকালে এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, কানাইঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী শরীফুল হক, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, জেলা বিএনপি নেতা জালাল খান প্রমুখ।-বিজ্ঞপ্তি