বিভিন্ন সংগঠনের শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে বক্তারা
নিঃস্বার্থভাবে সেবা করার অপর নাম মানবতা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৩, ৮:০৮:০৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সারা দেশের মতো সিলেটেও গত কয়েকদিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে। দুর্ভোগের সেই শীতে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। এসকল সংগঠনের পৃথক শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, নিঃস্বার্থভাবে সেবা করার অপর নাম মানবতা। এমন মহৎ ও পূণ্যময় কাজই সর্বোত্তম ইবাদত। বক্তারা বলেন, দেশে চলছে কনকনে, হাঁড়কাপানো শীত। সেই শীতে সাধ্যমত অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।
ফ্রেন্ডস পাওয়ার ক্লাব : সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন বলেছেন, তরুণরা দেশের সম্ভাবনাময় সম্পদ। তারা জেগে উঠলে দেশে গতিময়তা আসে। তরুণদের হাত ধরে এদেশের অনেক মৌলিক পরিবর্তন এসেছে । সেই পরিবর্তনই আমাদের আগামীর সাফল্য। তিনি বলেন, তীব্র শীতে ছিন্নমূল মানুষের অবস্থা করুণ। সেই মানুষগুলোর মলিন মুখে হাসি ফুটানো, তাদের দিকে মানবতার হাত বাড়িয়ে দেয়া আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব থেকে এগিয়ে আসলে একজন মানুষও শীতে দুর্ভোগ পোহাবে না।
গতকাল শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর মাছুদিঘীরপাড় এলাকায় ফ্রেন্ডস পাওয়ার ক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র প্রবাসী সংগঠনের উপদেষ্টা সনি দেব’র সহযোগিতায় এ শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রক্তিম রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক’র সিনিয়ার রিপোর্টার আহমাদ সেলিম, মহানগর আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্তী রনি, প্রভাষক রনদ্বীপ চৌধুরী লিংকন, উপদেষ্টা বিমলেন্দু দে ছাবালী, সিরাজুল ইসলাম আজাদ, ছালিক মিয়া, শাহদাত হোসেন সাদ্দাম, নমিত কান্তি দে, সিরাজুল ইসলাম মেরাজুল। সংগঠনের কে›ন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি রকি দেব’র পরিচালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নেতা অন্তরা দেব, জয়ন্ত কুমার দাস, মোঃ আলী রিয়াদ, আপ্পু দে, শ্রাবণী দেব,অর্পি দে, সিলেট জেলা কমিটির সভাপতি ঋষিকেশ দাস, সাধারণ সম্পাদক হিমেল তালুকদার রাবেল, শ্রীজীব দাস, শ্যামল দাস, বিশাল পাল, ভুপতি কুমার রায়, রিয়া দাস, সিলেট মহানগর কমিটির সভাপতি মোঃ মাসুক মিয়া, সাধারণ সম্পাদক আশরাফ আহমদ, রবিন দাস, রতন দাস, আজিজ আহমেদ, উসমান গনি, মোঃ আক্তার হোসেন, মোঃ শাহ-আলম, হাদিস নুর হাসান, প্রসেনজিৎ বৈষ্ণব, মোঃ কাইয়ুম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য নওসু ভৌমিক, মহানগর ছাত্রলীগ নেতা নিতিশ রঞ্জন দাস অপু, অসীম চন্দ্র পাল, রনবীর দাস রনি, প্রনব রায় প্রমুখ।
ডক্টরস অ্যাসোসিয়েশন : বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭তম জন্মবাষির্কী উপলক্ষে সিলেট নগরীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত ১৮ জানুয়ারি রাতে নগরীর রামদীঘির পাড়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) সিলেট জেলা’র উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। ড্যাব সিলেট জেলা’র সভাপতি অধ্যাপক ডাঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন ছিন্নমূল মানুষের কল্যাণে বিএনপি কাজ করছে। দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ একটি মহৎ কাজ। এসময় উপস্থিত ছিলেন ডাঃ অনিক, ডাঃ আশফাক, ডাঃ তাসকিফ, ডাঃ আফতাব প্রমুখ।
মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেট : মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেট এর উদ্যোগে বুল্লা ইউনিয়নের অসহায় দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে বুল্লা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ জামাল মিয়া, শাবিপ্রবি অধ্যাপক ড. মোঃ আলী ওয়াক্কাস সোহেল, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল কাদির, দৈনিক সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিস্বাস, সংগঠনের সাবেক সেক্রেটারি গিয়াস উদ্দিন আনোয়ার হোসেন, মোবারক চৌধুরী, বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন চৌধুরী, সমাজসেবক ডাক্তার ওয়ালিউল ইসলাম সেলিম চৌধুরী, ও ইউনিয়ন পরিষদ সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মাধবপুর অ্যাসোসিয়েশনের সভাপতি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম চৌধুরী বলেন, প্রতিষ্ঠার পর থেকেই মাধবপুর অ্যাসোসিয়েশন মানবিক কাজ করছে। এ সময় তিনি আগামী মার্চে মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নে বিশেষজ্ঞ চিকিৎসদের নিয়ে একটি মেডিকেল ক্যাম্প করার ঘোষণা দেন।
বাসদ সিলেট জেলা শাখা : বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে মোমিনছড়া চা বাগানে শীতার্ত চা শ্রমিকদের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণকালে পঞ্চায়েত কমিটির সভাপতি লিটন মৃধার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর, চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, চালক সংগ্রাম পরিষদের মহানগর সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, মোবারক হোসেন, চা শ্রমিক ফেডারেশনের মুক্তা আচার্য, আবু হানিফ প্রমুখ।
জেলা স্বেচ্ছাসেবক দল : বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে গত বৃহস্পতিবার নগরীতে শীতবস্ত্র বিতরণ করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল। মধ্যরাতে নগরীর জিন্দাবাজার, সুরমা নদীর তীর, ক্বিনব্রীজের নিচসহ বিভিন্ন স্থানে অসহায় শীতার্ত মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ, যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মোঃ নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী, আহসান মাহবুব, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, কাওসান মাহমুদ সুমন, টিটন মল্লিক, আহবায়ক কমিটির সদস্য মিসবাউর রহমান, আব্দুস সামাদ আজাদ সাহেদ, আলী আকবর খান, হাসান হাফিজুর রহমান টিপু, আমিনুর রহমান আমিন, হাবিবুর রহমান হাবিব, সাইফুল আলম কোরেশি, নুরুল আমিন, আব্দুল আমিন, শিমুল আহমদ, আয়াত আলী প্রিন্স স্বেচ্ছাসেবক দল নেতা সাজিদ নুর বাবু, লায়েক আহমদ, এসকে আলাল প্রমুখ।
জামিয়া ইমদাদিয়া তাহফিজুল কুরআন : সিলেটের ব্যবসায়ী আব্দুর রহমান রিপন ও প্রবাসী বন্ধু এবং ব্যবসায়ীদের সহযোগিতায় সিলেট শহরতলীর জামিয়া ইমদাদিয়া তাহফিজুল কুরআন নালিয়া মাদ্রাসায় শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ১৮ জানুয়ারি সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের আয়োজনে মাদ্রাসায় এই বিতরণী অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন-মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মুহিবুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট্য শিক্ষানুরাগী ও সমাজসেবী হাফিজুর রহমান, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ সমিতির প্রচার সম্পাদক সৈয়দ রাজন আহমদ, মো: মানিক মিয়া, মাদ্রাসার শিক্ষক মাওলানা জাকারিয়া, মাওলানা আরিফুল হক, মাওলানা অলিউর রহমান, হাফিজ আহবাব আহমদ প্রমুখ।
বৃহত্তর বালুচর শান্তি শৃঙ্খলা ও সমাজ কল্যাণ সংস্থা : বৃহত্তর বালুচর শান্তি শৃঙ্খলা ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ও সংগঠনের প্রতিষ্ঠাতা মরহুম শেখ মনির উদ্দিনের পরিবারের সহযোগিতায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত ১৮ জানুয়ারি বিকেলে নগরীর বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৫শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি এডভোকেট মুহিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ সিরাজ উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আসাদ জামান, সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান ফয়েজ, যুগ্ম সম্পাদক মাসুমুর রহমান মাসুম, উপদেষ্টা সিরাজুল ইসলাম, ফজলুল হক চৌধুরী, আবু মোহাম্মদ, মো. হেলু মিয়া, আল ইসলা’র সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সিলেট প্রেসক্লাবের সদস্য সাংবাদিক বদরুর রহমান বাবর, নির্মাণ শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সভাপতি আব্দুর রহিম, মো. লালা, নুনু মিয়া, আজিজ চৌধুরী, আব্দুস সালাম, সৈয়দ আবেদ, জাহাঙ্গীর, মোখলেছ প্রমুখ।