বর্তমান সরকারের আমলে গ্রামীণ জনপদের ব্যাপক উন্নয়ন হয়েছে —–হাবিবুর রহমান হাবিব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৩, ৮:২৬:৩৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে দক্ষিণ সুরমা উপজেলায় গ্রামীণ জনপদের ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নে পাল্টে গেছে গ্রামীণ রাস্তাগুলোর চিত্র। তিনি আরো বলেন, অন্য সরকার যা করতে পারেনি তা করে দেখিয়েছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
তিনি গতকাল শুক্রবার দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নে প্রায় ৫৫ লক্ষ টাকা ব্যয়ে অতির বাড়ী-সুনামপুর-আহমেদপুর জিপিএস সড়ক মেরামত কাজের উদ্বোধনকালে এ কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সালেহ আহমদ হিরা, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, সহ সভাপতি রাজ্জাক হোসেন, মাসুক উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক এম জাবেদ আহমদ, তেতলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফয়ছল আলম, সিলেট জেলা ছাত্রলীগ নেতা আব্দুর রহমান, তেতলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমন আহমদ প্রমুখ।