দক্ষিণ সুরমার কায়েস্থরাইলে সংঘর্ষ : পুলিশ আহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৩, ৮:২৭:৩৬ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি : দক্ষিণ সুরমার ২৫নং ওয়ার্ডের কায়েস্থরাইল এলাকায় গতকাল বাদ জুমা দু’পক্ষের সংঘর্ষে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কায়েস্থরাইল এলাকায় কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতি ও কায়েস্থরাইল সমাজ কল্যাণ সংঘের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিলো। কায়েস্থরাইল ওয়াকফ এস্টেট দাউদপুর, মুছারগাঁও, বারখলা জামে মসজিদে মুসল্লীরা জুমার নামাজ আদায় করে বের হবার সময় কায়েস্থরাইল সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মিরাজের সাথে কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির সভাপতি তারেক উল ইসলামের কথাকাটাকাটি হয়। তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর পর উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের মধ্যে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ হয়। পুলিশ সংঘর্ষ থামানোর চেষ্টা করলে একজন পুলিশ সদস্য ইটের আঘাতে আহত হন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরু হাসান জানান, সংঘর্ষ থামাতে গিয়ে তাদের একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। উভয় পক্ষের কেউ এখন পর্যন্ত অভিযোগ দাখিল করেননি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে বলেও জানান ওসি।