গোটাটিকর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান আজ শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৩, ৮:৩১:৪৬ অপরাহ্ন
গোটাটিকর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উদযাপন উপলক্ষে আজ শনিবার ও আগামীকাল রোববার ২ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-১ আসনের এমপি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ৫০ বছর পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক মো. সাইস্তা মিয়া ও সদস্য সচিব মো. শাহেদ আরবী। বিজ্ঞপ্তি