শান্তিগঞ্জের নাইন্দা নদী খননের কারণে ধসে গেল রাস্তা ॥ হুমকির মুখে কয়েকটি বসতবাড়ী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৩, ৮:৩৩:৩৫ অপরাহ্ন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : শান্তিগঞ্জের জয়কলস ইউনিয়নের নাইন্দা নদী খননের কাজ শুরু হয়েছে গত ১২ জানুয়ারী। উপজেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, ৪ কোটি ৭ লক্ষ ৪৮ হাজার ৫ শত ৬০ টাকা ব্যয়ে নদী খননের কাজ পায় টাঙ্গাইলের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স পুডম্যান এন্টারপ্রাইজ। নদী খনন শুরুর তারিখ ছিল গত বছরের ৩০ সেপ্টেম্বর। কিন্তু খনন কাজ শুরু হয়েছে এক সপ্তাহ আগে। কাজ পাওয়ার পর শান্তিগঞ্জের সুলতানপুরের মাঠের পাশ থেকে এসকেভেটর মেশিনের মাধ্যমে খনন কাজ শুরু করে পার্বতীপুর হাটুপাড়া নামক স্থানে গিয়ে মাটি খননের পর এই এলাকার প্রায় ৩শ’ ফুট জায়গার পাকা রাস্তার পাশে ফাটল ধরে রাস্তা ধসে যায়। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে জনগণের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। এই ভাঙ্গনের ফলে হুমকির মুখে পড়েছে পার্বতীপুর গ্রামের সুমন মিয়া, দিলবাহার, আশরাফ আলী, তৌফিক মিয়া, তখলিছ মিয়ার বসত বাড়ী ও ভিটা। এ ব্যাপারে সরেজমিনে শুক্রবার ভাঙ্গন এলাকায় গেলে পাবর্তীপুর গ্রামের তখলিছ মিয়া, আশরাফ আলী, দিলবাহার, সুমন মিয়া, তৌফিক মিয়া, আসাদ মিয়া, আলীম উদ্দিন, সিরাজ মিয়া, সুন্দর আলী, হারুন মিয়া, সিদ্দিকুর রহমানসহ অনেকেই জানান, নদী খননের কারণে আমাদের গ্রামের প্রাচীন রাস্তাটি ধসে গিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া, কয়েকটি বাড়ীর কাছে বড় বড় ফাটল দেখা দিয়েছে যেকোন সময় পুরাতন বসত বাড়ী নদী গর্ভে বিলীন হওয়ার আশংকা রয়েছে। তারা আরও জানান, আমরা বার বার বলেছি নদীর উত্তর পাশ ভরাট রেখে দক্ষিণ পাশের দিকে খনন করার জন্য কিন্তু ঠিকাদাররা আমাদের কথায় কোন কর্ণপাত করেনি। এই সমস্যা জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য গ্রামবাসী প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর মোবাইল ফোনে বার বার ফোন দিলে তিনি কল রিসিভ করেননি। শান্তিগঞ্জ উপজেলা পাউবো’র এস ও মাহবুব আলম বলেন, ভাঙ্গন অংশ ভরাট করে দেওয়া হবে।
এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান জানান, জায়গাটা আমি দেখিনি। সরেজমিন তদন্তে যদি নদী খননের সাথে রাস্তা ধসের সংশ্লিষ্টতা থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।