জীবন সায়াহ্নে সাবেক উপদেষ্টা ইমাম উদ্দীন আহমদ চৌধুরীর ভাই শফি চৌধুরীর দোয়া কামনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৩, ৭:০৮:০৫ অপরাহ্ন
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের বাণিজ্য উপদেষ্টা, অগ্রণী ব্যাংক ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক সিলেটের কৃতি সন্তান ইমাম উদ্দীন আহমদ চৌধুরী গুরুতর অসুস্থ। বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় তিনি সিলেট মহানগরীর হাউজিং এস্টেটস্থ তার নিজ বাসা ইমাম ভবনে বর্তমানে চিকিৎসাধীন। তাদের গ্রামের বাড়ি দক্ষিণ সুরমার দাউদপুরে তাঁর কনিষ্ট ভাই সিলেট-৩ দক্ষিণ সুরমা-বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী গত শুক্রবার তাকে দেখতে যান। এ সময় দুই ভাই একে অপরকে জড়িয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
এদিকে আলহাজ্ব শফি আহমদ চৌধুরী এক বিবৃতিতে তার ভাই সাবেক তত্ত্বাবধায়ক সরকারের বাণিজ্য উপদেষ্টা ইমাম উদ্দিন আহমদ চৌধুরীর আশু রোগমুক্তির জন্য সিলেট তথা দেশবাসীর দোয়া চেয়েছেন।-বিজ্ঞপ্তি