হেলথ সিস্টেম স্কোরিংয়ে সারাদেশে প্রথম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৩, ৭:১০:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দেশের সরকারি পর্যায়ের হেলথ সিস্টেম স্কোরিংয়ে সারাদেশে ১৭টি মেডিকেল কলেজ হাসপাতালগুলোর মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রথম স্থান লাভ করেছে। ২০২২ সালের নভেম্বর মাসের স্কোরিংয়ে হাসপাতালটি শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: মাহবুবুর রহমান ভুইয়া জানিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর এ স্কোরিং করেছে বলে জানান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা: আবুল কালাম আজাদ।
সিলেট বিভাগের সবচাইতে বড় সরকারি হাসপাতাল হচ্ছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতালটির এ অর্জনে উচ্ছ্বসিত এর সাথে সংশ্লিষ্টরা।
এছাড়াও হেলথ সিস্টেম স্কোরিংয়ে দ্বিতীয় হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, তৃতীয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, চতুর্থ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, পঞ্চম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ষষ্ট কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, সপ্তম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, অস্টম ঢাকা মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতাল, নবম এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দশম শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, একাদশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও দ্বাদশ হয়েছে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। তালিকায় সর্বশেষ অবস্থানে রয়েছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল।