বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে … নাসির উদ্দিন খান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৩, ৭:১২:৪৫ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। দেশের প্রতিটি এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। গত বৃহস্পতিবার সকালে জৈন্তাপুর উপজেলার দরবস্ত সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় মাঠে ছিকন্দর আলী শিক্ষা ফোরাম আয়োজিত কৃতী শিক্ষার্থী ও অভিভাবক সম্মাননা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জৈন্তা ছিন্নমূল সংস্থার নির্বাহী পরিচালক ও ছিকন্দর আলী ফোরামের সভাপতি এটি এম বদরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ছিকন্দর আলী শিক্ষা ফোরামের প্রধান উপদেষ্টা কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, কানাইঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. বেলাল আহমদ।
জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের ইন্সট্রাক্টর ও ছিকন্দর আলী আলী শিক্ষা ফোরামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মনির উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ছিকন্দর আলী শিক্ষা ফোরামের সিনিয়র সহসভাপতি হানিফ মোহাম্মদ, ফোরামের উপদেষ্টা ও ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক খায়রুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আবুল কাসেম, চারিকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, চিকনাগুল ইউনিয়ন সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া, সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শরিফ উদ্দিন লিটু, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ জাফরিন রুজী, ব্রিগেডিয়ার মজুমদার বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ তালুকদার, আমিনা হেলালি টেকনিক্যাল ইন্সটিটিউটের সুপার হেলাল আহমদ, চিকনাগুল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নুরুল ইসলাম, হরিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির আলী সরকার, খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক সুলাল চৌধুরী, আওয়ামীলীগ নেতা হায়দার আলী অনুষ্ঠানে উপজেলার কৃতীসন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্ত জৈন্তাপুরের প্রথম মেয়েসহ বিভিন্ন স্কুল মাদ্রাসার ৩৭ জন শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও প্রাইজমানি প্রদান করা হয়েছে।