সিলেটে বিনিয়োগ শিক্ষা কনফারেন্সে প্রবাসী কল্যাণমন্ত্রী
অলস অর্থ কাজে লাগাতে প্রবাসীদের এগিয়ে আসতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৩, ৭:৪৫:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : অলস অর্থ কাজে লাগাতে সিলেটের প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি। বিনিয়োগের ক্ষেত্রে সিলেট ঐতিহাসিকভাবে পিছিয়ে আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ অঞ্চলে ৭০-৮০ বছর ধরে বৈদেশিক অর্থ তথা রেমিট্যান্স এলেও তা অনুৎপাদনশীল খাতে ব্যয় হয়েছে।
গতকাল শনিবার সিলেটে বিনিয়োগ শিক্ষা কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এ কনফারেন্স ও মেলা যৌথভাবে আয়োজন করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম) এবং ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ)। নগরীর আমান উল্যাহ কনভেনশন সেন্টারে বিএসইসি চেয়ারম্যান প্রফেসর ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সিএমএসএফ-এর চেয়ারম্যান মো: নজিবুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ ও সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমদ।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি আরো বলেন, শেখ হাসিনার সরকার জনগণ ও বিনিয়োগবান্ধব সরকার। সাধারণ মানুষের যাতে কষ্ট না হয়-সেজন্য সরকার সবকিছু করছে।
‘বাংলাদেশ বিশ্বের বাইরে না’-এ মন্তব্য করে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ইমরান আহমদ আরো বলেন, করোনা মহামারি, ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক মন্দার প্রভাব এদেশের অর্থনীতিতেও পড়েছে। এজন্য গম, খাদ্যশস্য ও তেলের দাম সরকারকে বাড়াতে হয়েছে। দাম বাড়ানোর পেছনে সরকারের কোন দোষ নেই উল্লেখ করে তিনি বলেন, সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে জনগণকে বিনামূল্যে কোভিডের ভ্যাক্সিন দিয়েছে। এটা সরকারের একটি বড় সাফল্য।
মন্ত্রী বিনিয়োগকারীদের বুঝে শুনে শেয়ার বাজারে বিনিয়োগের আহ্বান জানান। শেয়ারবাজারে বিনিয়োগ করে বেশ কিছু প্রবাসী মার খেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এ থেকে বাঁচার জন্য সকলকে সচেতন থাকতে হবে।
প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব নজিবুর রহমান বলেন, বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে সাধারণ বীমা কর্পোরেশনের সাথে তাদের আলোচনা চলছে।
এসইসি চেয়ারম্যান বলেন, সোস্যাল মিডিয়ায় অপপ্রচারের কারণে দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অনুষ্ঠানে প্রথম অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন বিএসইসি’র কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। এরপর প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।
প্রথম অধিবেশনের প্রবন্ধ উপস্থাপনার পর বিএসইসি’র নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমানের সঞ্চালনায় একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। প্যানেল আলোচনায় অংশগ্রহণ করবেন বিএএসএম এর মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী, ডিএসই’র পরিচালক মো. শাকিল রিজভী, সিএসই’র পরিচালক মো. সিদ্দিকুর রহমান এবং বাংলাদেশ মাচেন্ট ব্যাংকার্স আ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান।