নগরীর ঝেরঝেরি পাড়ায় ১০দিন থেকে রাস্তা বন্ধ করে সংস্কার বৃদ্ধ, রোগী ও মুসল্লীদের দুর্ভোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৩, ৭:৪৯:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর ১৮ নং ওয়ার্ডের ঝেরঝেরি পাড়ায় সংস্কার কাজের নামে ১০দিন থেকে রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। সড়ক ভেঙ্গে বালি ও রড বিছিয়ে ফেলে রেখেছেন ঠিকাদার। ফলে এলাকবাসীসহ বিশেষ করে বৃদ্ধ, রোগী ও মুসল্লীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর বলেছেন, রাস্তা বন্ধ করে কোন কাজ করা হয় না। যদি বন্ধ করতে হয় ঠিকাদার রাত-দিন কাজ করে দ্রুত রাস্তা সচল করে দেবেন। এ ব্যাপারে তিনি খবর নিচ্ছেন বলে জানান।
নগরীর গুরুত্বপূর্ণ ঝেরঝেরি পাড়ার এভারগ্রীণ ক্লাব থেকে ৫০ নম্বর বাসা পর্যন্ত রাস্তা প্রায় ১০দিন থেকে ভেঙ্গে রাখা হয়েছে। কিছুদিন পূর্বে রাস্তায় বালি ফেলে রড বিছিয়ে রেখেছেন ঠিকাদারের লোকজন। ফলে গাড়ি চলাচল বন্ধের পাশাপাশি জনসাধারণ পায়ে হেঁটে চলাচলেও দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে বৃদ্ধ ও রোগীদের নিয়ে স্বজনরা সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। এছাড়া মসজিদে নামাজে যাওয়ার জন্য মুসল্লীরা চরম ভোগান্তির মধ্যে পড়ছেন।
পুরো রাস্তা ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে সংস্কার কাজের ব্যাপারে জানতে ঠিকাদারের সাথে যোগাযোগ করতে চাইলে কাজে ব্যস্ত শাওন নামের একজন নিজেকে ঠিকাদারের লোক পরিচয় দিয়ে বলেন, কাজ বেশি, একটার পর একটা কাজ বাড়ছে। ফলে ঢালাই দেয়া যাচ্ছে না। তবে সিটি কর্পোরেশনের দায়িত্ব প্রাপ্ত উপসহকারী প্রকৌশলী আব্দুল মতিন জানান, ঠিকাদারের পাথর সংকট থাকায় কাজ সম্পন্ন করতে বিলম্ব হচ্ছে। দু’একদিনের মধ্যেই কাজ ঢালাই হয়ে যাবে বলে জানান তিনি।