জুড়ীতে শোকসভায় পরিবেশমন্ত্রী
ভালো কর্মের মধ্যে মানুষ বেঁচে থাকেন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৩, ৭:৫৮:২৪ অপরাহ্ন
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম বদরুল হোসেনের স্মরণে শোকসভায় পরিবেশমন্ত্রী আলহাজ শাহাব উদ্দিন বলেন, ভালো কর্মের মাধ্যমে মানুষ আজীবন সকলের মাঝে বেঁচে থাকেন। জুড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদরুল স্যার একজন ভালো মানুষ ছিলেন।
তিনি ছাত্রজীবন থেকে সুশৃঙ্খল নেতৃত্বের মাধ্যমে তাঁর জীবন শুরু করেছিলেন। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধেও তিনি অগ্রণী ভূমিকা পালন করে দেশকে পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করতে বদ্ধপরিকর ছিলেন।
গতকাল শনিবার জুড়ী শিশুপার্কে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম কাজলের সঞ্চালনায় শোকসভা, দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, এড : গোপাল দত্ত, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মাসুক আহমদ, সাবেক চেয়ারম্যান শ্রীকান্ত দাস, শাহাব উদ্দিন লেমন, সাগরনাল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর মাস্টার, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য বদরুল হোসেন প্রমুখ।