পাঠ্যবইয়ের অসঙ্গতি বিষয়ে সেমিনার
ইসলাম বিরোধী পাঠ্যক্রম মেনে নেওয়া যায় না
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৩, ৮:০০:৩৪ অপরাহ্ন
চলমান শিক্ষাক্রম, স্কুল-মাদরাসার পাঠ্যবইয়ে ঈমান ইসলাম বিরোধী বক্তব্য, নাস্তিকতা ও বিবর্তনবাদের অনুপ্রবেশ: মুসলিম জনতার করণীয় শীর্ষক সেমিনার গতকাল শনিবার বাদ মাগরিব মধুবন মার্কেটের ৪র্থ তলায় খতমে নবুওয়াত পরিষদ সিলেটের উদ্যোগ অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, শায়খুল হাদীস, মাওলানা আব্দুল হামিদ পীরসাহেব মধুপুর। বন্দরবাজারের মধুবন মার্কেটের ৪র্থ তলায় খতমে নবুওয়াত পরিষদ সিলেট কর্তৃক আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যক্ষ হাফিজ মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্যসচিব হাফিজ মাওলানা সৈয়দ সালিম কাসিমী।
শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল জামেয়ার শিক্ষক হাফিজ মাওলানা সৈয়দ হাবিব ছালেহ এর পরিচালনায় সেমিনারে অনুভূতি পেশ করেন সিলেটের বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা শায়খ মস্তাক আহমদ খান, মিরাবাজার জামেয়ার সাবেক ভাইস প্রিন্সিপাল আব্দুস শাকুর, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী, মুফতি মোস্তফা সোহেল হেলালী, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা হুমায়ুন কবির বাবর, উম্মুল কুরা একাডেমির পরিচালক মাওলানা আহমদুল হক উমামা। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট লেখক-শিক্ষক ও সাংবাদিক মাওলানা শাহিদ হাতিমী। চলতি-২০২৩ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে ‘ঈমান, ইসলাম ও ইতিহাস বিরোধী অধ্যায়ের’ মূলোৎপাঠনে সম্মিলিতভাবে এগিয়ে আসা সকল জনসাধারণের নৈতিক দায়িত্ব। প্রধান অতিথির বক্তব্যে পীরসাহেব মধুপুর বলেন, ‘আমরা ঈমান ইসলাম রক্ষায় সর্বস্ব বিলিয়ে দেবো। ইসলাম ও ইতিহাস বিরোধী পাঠ্যক্রম মেনে নেয়া যায় না। অবিলম্বে অসঙ্গতগুলো পাঠ্যবই থেকে বাতিল করতে হবে। নতুবা সারাদেশের জনগণ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’ সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হাফিজ মাওলানা সৈয়দ আব্দুল বাকি, মাওলানা তোফায়েল আহমদ উসমানী, মাওলানা উবায়দুল্লাহ দরবস্তী, মাওলানা আব্দুল্লাহ, হাফিজ সৈয়দ নাহিদ আহমদ প্রমুখ। সেমিনারে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ফয়েজ আহমদ, সংগীত পরিবেশন করেন সায়েম আহমদ।-বিজ্ঞপ্তি