মাধবপুরের ছাতিয়াইন বিশ্বনাথ হাই স্কুল এন্ড কলেজে শতবর্ষ পূর্তি উদযাপন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৩, ৮:০২:০৮ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : শতবর্ষের আহবানে এসো মিলি শিকড় পানে” এ শ্লোগান নিয়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী ছাতিয়াইন বিশ্বনাথ হাই স্কুল এন্ড কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শতবর্ষ পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী আনন্দঘন পরিবেশে দেশের বিভিন্ন এলাকায় কর্মরত থাকা প্রাক্তন কৃতী শিক্ষার্থীদের আড্ডা, স্মৃতিচারণ, মিলনমেলায় পরিণত হয় প্রতিষ্ঠানটির ক্যাম্পাস। গভর্নিং বডির সভাপতি সামসু উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোঃ মাহবুব আলী (এম পি)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান, সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্ত্তী, উপজেলা আওয়ামী গীগের সেক্রেটারি আতিকুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ আলী ওয়াক্কাস সোহেল, ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী, প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ, প্রাক্তন ছাত্র বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আব্দাল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেন, শতবর্ষী বিদ্যালয়ের উদযাপন অনুষ্ঠানে থাকতে পেরে আমার খুবই ভালো লেগেছে। প্রত্যন্ত অঞ্চলের এই বিদ্যালয়টি গ্রামীণ শিক্ষায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন দেশ-বিদেশে প্রতিষ্ঠিত। আজকের এই আনন্দঘন পরিবেশে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে। তারা স্মৃতিচারণ করেছেন। মন্ত্রী প্রতিষ্ঠানের উন্নয়নে পাশে থাকবেন উল্লেখ করে বলেন, শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিবিষয়ক জ্ঞানদানের উপর গুরুত্ব দিতে হবে। আয়োজকদের একজন আবু ছালেক জানান, সকাল থেকেই বিভিন্ন পেশায় জড়িত প্রাক্তন শিক্ষার্থীরা স্কুল মাঠে জড়ো হন। অনেকেই আসেন পরিবার পরিজন নিয়ে- রীতিমতো উৎসব হয়েছে।