লিডিং ইউনিভার্সিটিতে পিঠা উৎসবে দানবীর ড. রাগীব আলী
পিঠা আবহমান বাংলার অপরিহার্য অঙ্গ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৩, ৭:২৮:১০ অপরাহ্ন
বিশ্বমানের খ্যাতি অর্জন করেছেন দানবীর রাগীব আলী : মিসবাহ উদ্দিন সিরাজ
স্টাফ রিপোর্টার : লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী বলেছেন, যান্ত্রিক সভ্যতার এই ইট-কাঠের নগরীতে হারিয়ে যেতে বসেছে পিঠার ঐতিহ্য। সময়ের স্রোত গড়িয়ে লোকজ এই শিল্প আবহমান বাংলার অপরিহার্য অঙ্গ হয়ে উঠলেও এ যুগে সামাজিকতার ক্ষেত্রে পিঠার প্রচলন অনেকটাই কমে এসেছে। এই সময়ে পিঠা উৎসবের আয়োজন আমাকে আনন্দ দিয়েছে।
গতকাল রোববার লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাসে পিঠা উৎসব (পিউ) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। লিডিং ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য বনমালী ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও মিসেস ফারজানা মিসবাহ, লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আব্দুল হাই এবং দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, উৎসবমুখর পরিবেশে উন্নত শিক্ষা ব্যবস্থাপনার মাধ্যমে লিডিং ইউনিভার্সিটি এগিয়ে যাচ্ছে। যার পেছনে রয়েছে দানবীর ড. রাগীব আলীর সুনির্দিষ্ট দিক নির্দেশনা। তিনি বলেন, সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে নিতে রাগীব আলীর অবদানের জন্য তিনি বিশ্বমানের খ্যাতি অর্জন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. কাওসার হাওলাদারের সঞ্চালনায় পিউ অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম এবং পিউ উৎসব আয়োজক কমিটির কনভেনার ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক মানফাত জাবিন হক।
অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোস্তাক আহমাদ দীন, প্রক্টর রানা এম লুৎফুর রহমান পীর, রেডিও বাংলাদেশ মৌলভীবাজারের ডেপুটি পরিচালক প্রদিপ চন্দ্র দাস এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।