সিলেটে তিনদিনব্যাপী আন্তর্জাতিক পানি সম্মেলন আজ শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৩, ৭:৫০:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে তিনদিনব্যাপী ৮ম আন্তর্জাতিক পানি সম্মেলন আজ সোমবার থেকে শুরু হচ্ছে। খাদিমনগরস্থ নাজিমগড় রিসোর্টে এ পানি সম্মেলনের আয়োজন করেছে মানবাধিকার ভিত্তিক উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড বাংলাদেশ।
সম্মেলনের উদ্বোধনী দিনে আজ সকালে ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে নৌকা ভ্রমণের আয়োজন করা হয়েছে। এরপর বিকেল ৪টায় নাজিমগড় রিসোর্টে অ্যাকশন এইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির উদ্বোধনী বক্তব্য রাখবেন। এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। বিশেষ অতিথি থাকবেন-জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমদ চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ও সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান। সম্মেলনের বিভিন্ন সেশনে ব্র্র্যাক বিশ্ববিদ্যালয়ের এ্যামেরিটাস অধ্যাপক ড.আইনুন নিশাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমদ, অস্ট্রেলিয়ার মনাস ইউনিভার্সিটির রিসার্চ ফেলো মো: খালিদ হোসেন, সাংহাই নরমাল ইউনিভার্সিটির ড. জ্যাং জিং, ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়ার সঞ্জয় বাসিস্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসুরা শাম্মি, শাবিপ্রবি’র অধ্যাপক ড. জহির বিন আলম, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের সহযোগী অধ্যাপক ড. সামিয়া সেলিম, কলকাতার জয়ন্ত বসু প্রমুখ অংশ নেবেন। বুধবার বেলা আড়াইটায় সম্মেলনে সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখবেন-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি।