৪৮ ঘণ্টার ব্যবধানে নগরীর আবাসিক হোটেল থেকে আবারো লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৩, ৭:৫৬:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ৪৮ ঘণ্টার ব্যবধানে আবারো নগরীর আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার নগরীর বন্দর বাজারের হোটেল আল ফয়েজ থেকে নাজিম উদ্দিন নাজির (৬০) নামে একজন বৃদ্ধের লাশ উদ্ধার হয়। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজলার হরিনগর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র।
এর আগে গত শুক্রবার লালবাজারে অবস্থিত লাভলী হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে শাহেদ মোশারফ (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সুদীপ দাস লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রোববার দুপুর আনুমানিক ১২টায় নগরীর বন্দর বাজারের হোটেল আল ফয়েজ থেকে পুলিশ এ লাশ উদ্ধার করে। ওই হোটেলের দ্বিতীয় তলার ১২ নাম্বার কক্ষে তিনি ভাড়া থাকতেন। পেশায় তিনি একজন ভিক্ষুক। প্রতিদিনের মত তিনি ভিক্ষাবৃত্তি করে শনিবার রাতে হোটেলে ঘুমিয়ে পড়েন। গতকাল রোববার সকালে ঘুম থেকে না উঠলে হোটেলের স্টাফরা তার কক্ষে ডাকাডাকি করেন। এসময় কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে।
এসএমপি’র মিডিয়া সেল থেকে জানানো হয়, বৃদ্ধের মৃত্যু স্বাভাবিক বলেই ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।