ছাতকে প্রতিপক্ষের হামলায় সাবেক পৌর কাউন্সিলর ধন মিয়া আহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৩, ৮:০৯:০২ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ছাতকে প্রতিপক্ষের হামলায় সাবেক পৌর কাউন্সিলর ধন মিয়া আহত হয়েছেন। তাকে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে তার পরিবার সূত্রে জানা গেছে।
গত শুক্রবার বিকেলে শহরের মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় তিনি প্রতিপক্ষের হামলার শিকার হন।
জানা যায়, গত শুক্রবার দুপুরে তার এলাকার একটি বিয়ের অনুষ্ঠান স্থানীয় কিবরিয়া কমিউনিটি সেন্টারে যোগ দিয়েছিলেন তিনি। বিকেলে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে শহরের মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তার উপর অতর্কিত হামলা চালায়। তাকে লোহার পাইপ এবং ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে, শহরের বাঁশখালা এলাকার বাসিন্দা সাবেক পৌর কাউন্সিলর ধন মিয়ার উপর হামলার খবরে তার এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে উঠে। হামলাকারীদের গ্রেফতারের দাবিতে পরদিন শনিবার দুপুরে শামছু মিয়ার সভাপতিত্বে এক প্রতিবাদ সভা শেষে এলাকার লোকজন শহরে বিক্ষোভ মিছিল করে।
এ হামলার ঘটনাকে কেন্দ্র করে ছাতক শহরে উত্তেজনা বিরাজ করছে। ছাতক থানার নবাগত অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাইনুল জাকির জানান, যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ছাতক শহরে পুলিশী টহল জোরদার করা হয়েছে।