ফেঞ্চুগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৩, ৮:১৮:০৭ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : চলে গেলেন একাত্তরের ফেঞ্চুগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন। গত শনিবার রাত ১০ টায় তিনি নিজ বাড়ী উপজেলার কায়স্থ গ্রামে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। তিনি দীর্ঘ দিন ধরে দূরারোগ্য ব্যধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধার মৃত্যু সংবাদে সতীর্থ মুক্তি যোদ্ধারা কান্নায় ভেঙ্গে পড়েন। গতকাল রোববার বাদ জোহর কায়স্থ গ্রাম বিয়ালীবাজার ঈদগাহ মাঠে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমীন। ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাফায়েত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বীর যোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। একই স্থানে বিজিবি সিলেটের পক্ষ থেকেও তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তৎকালীন ইপিআর বাহিনীতে যশোহরে কর্মরত ছিলেন। তিনি মুক্তি যুদ্ধে ৪ এবং ৮ নং সেক্টরের অধীন পাকসেনাদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেন।
তার জানাজায় উপস্থিত ছিলেন সতীর্থ বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন, ফয়জুল ইসলাম মানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, এটিএন বাংলার সিলেট ব্যুরা চিফ শাহ মুজিবুর রহমান জকন, ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এবিএম কিবরিয়া ময়নুল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আব্দুল হাই নন্না প্রমুখ।