কুডস নেতৃবৃন্দের সম্মানে সংবর্ধনা
দেশের উন্নয়নে যুক্তরাজ্য প্রবাসীদের অবদান মানুষ যুগ যুগ ধরে স্মরণ রাখবে ——মুহিবুর রহমান মানিক এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৩, ৮:৩৬:০৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : দেশের উন্নয়নে যুক্তরাজ্য প্রবাসীদের অবদান মানুষ যুগ যুগ ধরে স্মরণ রাখবে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
গত শনিবার সন্ধ্যায় সিলেট মহানগরীর একটি অভিজাত হোটেলে কলকলিয়া ইউনিয়ন ডেভলাপমেন্ট সোসাইটির (কুডস) নেতৃবৃন্দের দেশে আগমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কুডস সভাপতি মো: মোবারক আলী, সহ-সভাপতি আলহাজ্ব মুহিত মিয়া ও আব্দুল মতলিব চৌধুরী, যুগ্ম সম্পাদক আক্তারউজ্জামান ও আজীবন সদস্য আমিনুর রহমানের সম্মানে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সোসাইটির বাংলাদেশ চ্যাপ্টারের প্রধান সমন্বয়ক শ.ম.আলি নূর রশিদের সভাপতিত্বে আলাল হোসেন রানা ও আব্দুল জব্বার শাহীর যৌথ পরিচালনায় প্রধান অতিথি এমপি মানিক আরো বলেন, যুক্তরাজ্য প্রবাসীরা কেবল দেশের স্বাধীনতা সংগ্রামেই অবদান রাখেননি, তাদের রেমিট্যান্স প্রেরণের ফলে বাংলাদেশ আজ বৃহৎ অর্থনীতির দেশ।
ছাতকের সাথে জগন্নাথপুরের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে সত্তরের সাধারণ নির্বাচনে আব্দুল হক (হক সাহেব)-কে এ দুই উপজেলার মানুষ বিপুল ভোটে বিজয়ী করেছিলেন। দুই উপজেলার মানুষের এ বন্ধন এখনো অটুট রয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
কলকলিয়া ডেভলাপমেন্ট সোসাইটির সভাপতি মোবারক আলী শুধু কলকলিয়া ইউনিয়নের উন্নয়নে অবদান রাখছেন না, ছাতকসহ অন্যান্য এলাকার উন্নয়নেও তিনি সহযোগিতা করে চলেছেন।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদ অধ্যাপক জাকির হোসেন বলেন, করোনাকালে প্রবাসীরা যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তা দেশবাসী কখনো ভুলবে না। বিশেষ করে শহীদ ডা: শামসুদ্দিন আহমদ হাসপাতালকে কোভিড হাসপাতালে রুপান্তর করতে সরকারের পাশাপাশি প্রবাসীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
সম্মানিত অতিথি যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়াম্যান আলহাজ¦ আতাউর রহমান, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ রফিক মিয়া, জগন্নাথপুর সমিতির সিলেটের সভাপতি আলহাজ¦ আবুল বশর, মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক তপন মিত্র, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জুবায়ের খান, যুব ও ক্রীড়া বিষয় সম্পাদক সম্পাদক সেলিম আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম ও সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়া, লীডস আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম.রশিদ আহমদ।
বক্তব্য রাখেন-জগন্নাথপুর সমিতির সাংগঠনিক সম্পাদক কোহিনূর রহমান, সোসাইটির বাংলাদেশ সমন্বয়কারী আব্দুস সোবহান, বশির আহমদ, আবুল খয়ের, মিলাদ হোসেন শুভ, জুনেদ আহমদ প্রমুখ। সংবর্ধিত অতিথিদের ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথিসহ অন্য অতিথিবৃন্দ।