শাবির পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সাবেক পরিচালক সৈয়দ হোসেনের ইন্তেকাল ॥ ভিসির শোক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৩, ৮:৩৬:৪৬ অপরাহ্ন

ডাক ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সাবেক পরিচালক সৈয়দ মোহাম্মদ হোসেন-এর মৃত্যুতে ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. ফরিদ উদ্দিন আহমেদ শাহজালাল বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় ভাইস চ্যান্সেলর মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
সৈয়দ মোহাম্মদ হোসেন ২০ জানুয়ারি ঢাকায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৫ বছর।
তিনি ১৯৮৯ সালের ২৭ নভেম্বর থেকে ১৯৯৩ সালের ২৬ মে পর্যন্ত পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপপরিচালক এবং ২৭ মে, ১৯৯৩ থেকে ৩০ জুন, ২০১০ পর্যন্ত এ দপ্তরের পরিচালকের দায়িত্ব পালন করেন।