নগরীর লালবাজারে বীর মুক্তিযোদ্ধার ৪ লাখ টাকা ছিনতাই ॥ যুবক আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৩, ৮:৩৮:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ নগরীর লালবাজারে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক মুক্তিযোদ্ধা। ছিনতাইকারী যুবক জিন্দাবাজারে আটক হলেও উদ্ধার হয়নি ছিনতাইকৃত ৪ লাখ টাকা। গতকাল রোববার সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। তবে, পুলিশ জানিয়েছে, ছিনতাইকৃত টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
ছিনতাইর শিকার বীর মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ দেব গোপাল মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথ্বিমপাশার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সপরিবারে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় বসবাস করছেন। ছিনতাইর অভিযোগে আটক আসাদ মিয়া (৩৮) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার আবদিয়া গ্রামের আসমত মল্লিকের পুত্র।
পারিবারিক সূত্র জানিয়েছে, মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ দেবের স্ত্রীকে নিয়ে ভারতে তীর্থে যাওয়ার কথা ছিল। গত বৃহস্পতিবার ডলার কেনার জন্য তিনি নগরীর আম্বরখানাস্থ সোনালি ব্যাংকের নিচে মানি এক্সচেঞ্জে যান। দাম বেশি হওয়ায় তিনি ডলার কিনতে পারেননি। ওই সময় আসাদ মিয়া নামে জনৈক ব্যক্তি তাকে অপেক্ষাকৃত কম দামে ডলার দেয়ার আশ্বাস দেয়। এ অনুযায়ী, গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে তিনি চার লাখ টাকা নিয়ে সিলেট নগরীর লালবাজার এলাকায় আসেন। এ সময় অপর এক যুবককে সাথে নিয়ে আসাদ গৌরাঙ্গের কাছে আসে। ডলার নেয়ার জন্য গৌরাঙ্গ দেব টাকা বের করলে আসাদ ও তার সাথে থাকা অপর যুবক টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় গৌরাঙ্গ দেব এক ব্যক্তির মোটরসাইকেলের পিছনে চড়ে আসাদকে ধাওয়া করেন। জিন্দাবাজার আসার পর আসাদ হোচট খেয়ে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন মিলে তাকে আটক করে গণধোলাই দেয়। কিন্তু, তার কাছে ছিনতাইকৃত টাকা পাওয়া যায়নি। সহযোগী ছিনতাইকারী টাকা নিয়ে পালিয়েছে বলে দাবি করেন গৌরাঙ্গ।
যোগাযোগ করা হলে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সুদীপ দাস জানান, ছিনতাইকারী আটকের খবর পেয়ে কতোয়ালী থানা পুলিশ এসে অভিযুক্ত যুবককে আটক করে চিকিৎসার্থে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তিনি আরো জানান, রোববার সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোন অভিযোগ দেয়া হয়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং টাকা উদ্ধারে তৎপর রয়েছে বলেও জানান তিনি।