রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস’র আলোচনা সভা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৩, ৮:৪০:২১ অপরাহ্ন
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে অসাম্প্রদায়িক ও প্রগতিশীল শক্তির পক্ষে একতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর কেন্দ্রীয় সভাপতি শাহিন আক্তার সাথীর সভাপতিত্বে ও তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর সিইও হিমাংশু মিত্র’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারতের এমপি বিকাশ রঞ্জন ভট্টচার্য্য। প্রধান বক্তার বক্তব্য রাখেন অধ্যাপক ডা: মামুন আল মাহাতাব স্বপ্নীল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর উপদেষ্টা আবুল হোসাইন, সিপিবি বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট সুমন, সিলেট জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি সিকন্দার আলী, জেলা ন্যাপ এর সভাপতি এম.এ মতিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর জেলার সভাপতি নাদিরা চৌধুরী, সাধারণ সম্পাদক সালমা জামান, মহানগরের সভাপতি নাহিদ সুলতানা, সাধারণ সম্পাদক ডা. নাফিসা শবনম প্রমুখ।-বিজ্ঞপ্তি