সুনামগঞ্জের জামতলা থেকে শিক্ষিকার মৃতদেহ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৩, ৮:৪১:১৯ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ পৌর শহরের জামতলার একটি ভাড়া বাসা থেকে এক শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই শিক্ষিকা শান্তিগঞ্জ উপজেলার মৃত নিবারণ চন্দ্র পালের মেয়ে সমাপ্তি পাল সোনালী (৩২)। তিনি মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
প্রত্যক্ষদর্শী জানান, গতকাল রোববার সকালে স্কুলে অনুপস্থিতির কারণ জানতে চেয়ে প্রধান শিক্ষক তাকে ফোন দিলে তিনি সোনালী পালের বাসায় গিয়ে দেখেন দরজা একটা টেবিল দিয়ে আটকানো, ভিতরে সোনালীর মৃতদেহ ঝুলছে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সুনামগঞ্জ সদর থানার এসআই সাব্বির হাসান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সুনামগঞ্জ মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।