হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টর ৩৮তম বৃত্তি বিতরণ
আগামী প্রজন্ম হবে বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ ——————-নুরুল ইসলাম নাহিদ এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৩, ৮:৫১:০২ অপরাহ্ন
জকিগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রলণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, জনসাধারণকে শিক্ষার প্রতি উৎসাহিত করতে সরকার বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, উপবৃত্তি প্রদানসহ নানা কার্যক্রম অব্যাহত রেখেছে। নতুন প্রজন্মকে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পন্ন শিক্ষায় শিক্ষিত করতে সরকার কাজ করে যাচ্ছে। আগামী প্রজন্ম হবে বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ।
তিনি গতকাল রোববার দুপুরে সিলেটের জকিগঞ্জে সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন মাঠে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের ৩৮তম বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
সাবেক শিক্ষামন্ত্রী আরো বলেন, ড. হাফিজ আহমদ মজুমদার প্রকৃত একজন শিক্ষা দরদী মানুষ। হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্ট গঠন করে পিছিয়ে পড়া অঞ্চলে শিক্ষার আলো পৌঁছে দিতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা ড. হাফিজ আহমদ মজুমদার এমপি বলেছেন, প্রতিযোগিতা এখন বিশ্বব্যাপী বিদ্যমান। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নিজেকে পৃথিবীর বাসিন্দা হিসেবে তৈরি করতে হবে। নতুন প্রজন্মকে সঠিক শিক্ষায় দক্ষমানব সম্পদে পরিণত করতে না পারলে জাতি হিসেবে আমরা পিছিয়ে পড়ব। শিক্ষা অর্জনের মাধ্যমে বিপুল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে পরিণত করলে বাংলাদেশ উন্নতির শিখরে আরোহণ করবে।
শিক্ষক শুভ্রকান্তি দাশ চন্দন ও ব্যাংক কর্মকর্তা খায়রুল আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মনিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, পূবালী ব্যাংকের পরিচালক মনির উদ্দিন আহমদ ও হাবিবুর রহমান, হাফছা মজুমদার মহিলা কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি ও পুবালী ব্যাংকের পরিচালক রানা লায়লা হাফিজ, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, প্রফেসর ড. কবির চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসাইন, জাফলং ভ্যালী বোর্ডিং স্কুলের অধ্যক্ষ প্রফেসর তসলিম উদ্দিন, হাফসা মজুমদার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নিয়াজুর রহমান, স্কলার্সহোম শাহী ঈদগাহ শাখার অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) মুনির আহমেদ কাদরী, মেজরটিলা ক্যাম্পাসের অধ্যক্ষ ফয়জুল হক, শিবগঞ্জ ক্যাম্পাসের অধ্যক্ষ প্রাণবন্ধু বিশ্বাস, পাঠানটুলা ক্যাম্পাসের ভাইস প্রিন্সিপাল মো. আজিজুর রহমান, দক্ষিণ সুরমা ক্যাম্পাসের অধ্যক্ষ রুমানা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, জেলা পরিষদ সদস্য (কানাইঘাট) মোস্তাক আহমদ পলাশ, জেলা পরিষদ সদস্য (জকিগঞ্জ) ইফজাল চৌধুরী, জেলা পরিষদের সাবেক সদস্য ও মহিলা আওয়ামী লীগ নেত্রী সাজনা সুলতানা হক চৌধুরী, জকিগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, এডভোকেট আব্বাস উদ্দীন, এডভোকেট ইসতিয়াক আহমদ চৌধুরী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নাবিহা নূর ও সাইমা ফয়ছল চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ট্রাস্টের সদস্য সচিব লোকমান উদ্দিন চৌধুরী, প্রতিবেদন পেশ করেন ট্রাস্টের চেয়ারম্যান মেজর (অব.) নাজিম উদ্দিন মজুমদার। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মনছুর আহমদ। পবিত্র গীতাপাঠ করেন জ্যোতিষ চন্দ্র পাল। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের বড় ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে। জাতিকে শিক্ষিত করে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা খুবই গুরুত্ব¡পূর্ণ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রাথমিক স্তরে ৩৩৮ জন এবং মাধ্যমিক স্তরের ৩০৮ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে বৃত্তি ও সনদপত্র তুলে দেন।