বাসদ সিলেট জেলা শাখার সম্মেলন ২৮ জানুয়ারী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৩, ৭:৪২:৫৬ অপরাহ্ন

আগামী ২৮ জানুয়ারী বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার ২য় সম্মেলন সফল করার লক্ষ্যে গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় আম্বরখানা এলাকায় গণসংযোগ করা হয়েছে। গণসংযোগে নেতৃত্ব দেন বাসদ সমন্বয়ক আবু জাফর, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, প্রভাষক অশেষ রায়, শ্রমিক নেতা মনজুর আহমদ, হারুন মিয়া, জাহেদ আহমদ, অভি ইসলাম, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য বিশ্বজিৎ নন্দী প্রমুখ।
বক্তারা বলেন, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম তথা এ অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করার লক্ষ্যে আগামী ২৮ জানুয়ারি বাসদ সিলেট জেলা শাখার ২য় সম্মেলন অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি