নতুন কোনো রোহিঙ্গা প্রবেশ করতে দেওয়া হবে না : পররাষ্ট্রমন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৩, ৭:৪৬:০৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত পরিস্থিতি ভালো নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘সীমান্তের জিরো পয়েন্টে দেশটির দুই গ্রুপের সংঘাতের কারণে আতঙ্কে কেউ কেউ বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করছে। তবে নতুন করে মিয়ানমার থেকে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।’ গতকাল সোমবার পররাষ্ট্রমন্ত্রী নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকারের এই অবস্থান তুলে ধরেন। এর আগে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের নতুন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের কারণে আবারও দেশে রোহিঙ্গা প্রবেশ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘নতুন আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। শূন্যরেখায় যে বিশৃঙ্খলা চলছে মিয়ানমারের দুই দলের মধ্যে ভয় ও আতঙ্কে বেশকিছু মানুষ এদিক ওদিক ছোটাছুটি করছে। পরিস্থিতি খুব বেশি ভালো না। কারণ বাড়িঘর অনেক জ্বালিয়ে দিয়েছে। এসব বিষয়ে বিশদভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে। এটি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে এবং তারা মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের সঙ্গেও যোগাযোগ রাখছে।’