বিশ্বনাথে প্রবাসী বিএনপি নেতার উদ্যোগে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৩, ৭:৫০:২৬ অপরাহ্ন

বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : বিশ্বনাথে যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিনের উদ্যোগে এলাকার আড়াই শতাধিক গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে বিশ্বনাথ পৌরসভার অলংকারী গ্রামে মো. জামাল উদ্দিনের নিজ বাড়িতে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়। ওল্ডহাম বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার একেএম তুহেমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বিএনপি নেতা নিখোঁজ এম ইলিয়াস আলীর একান্ত সচিব মো. ময়নুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বিশ্বনাথ পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শুকুর আলী, এলাকার প্রবীণ মুরব্বি হাজী মুসলিম আলী, আপ্তাব আলী, সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খছরুজ্জামান খছরু, বিএনপি নেতা হাফিজ আরব খান, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, বিশ্বনাথ পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক। স্বাগত বক্তব্য রাখেন-অলংকারী ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি জাকির হোসেন।