বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীর সাথে মাধবপুর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৩, ৭:৫৩:১৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মো: মাহবুব আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেট-এর নেতৃবৃন্দ। গত শুক্রবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তবর্তী বিশগাঁও মণিপুরী মেলাস্থলে তারা প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রী মাসে অন্তত একবার এলাকায় গিয়ে সময় দেয়ার জন্য এসোসিয়েশনের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এ সময় মন্ত্রীকে বলেন, জন্ম মাটির প্রতি তাদের অনেক দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই মাধবপুর এসোসিয়েশন বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। এর মধ্যে রয়েছে-বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান, শিক্ষাবৃত্তি বিতরণ, শীতবস্ত্র বিতরণ, মেডিক্যাল ক্যাম্প ইত্যাদি। অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আগামী ১০ মার্চ মন্ত্রীর ইউনিয়ন মাধবপুর উপজেলার বুল্লায় গৃহীত মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। মন্ত্রী এতে সম্মতি প্রদান করেন।
সাক্ষাৎকালে এসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা: মো: আব্দুল কাদির, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দীন, দপ্তর সম্পাদক, দৈনিক সিলেটের ডাক-এর বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, সদস্য মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।