৩য় বারের মতো সুনামগঞ্জের পিপি হিসেবে নিয়োগ পেলেন ড. রুমেন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৩, ৭:০৭:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বিশিষ্ট আইনজীবী এডভোকেট ড. মো. খায়রুল কবির রুমেনকে তৃতীয় বারের মতো সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
গত রোববার মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের ( জিপি/পিপি শাখা) সিনিয়র সহকারী সচিব মো. আব্দুছ ছালাম মন্ডল স্বাক্ষরিত এক পত্রে সুনামগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেটকে নিয়োগের বিষয়টি অবহিত করা হয়। সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ড. মো. খায়রুল কবির রুমেন গত সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দি¦তা করে মাত্র ৮ ভোটে পরাজিত হন। তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও, তিনি ইতোপূর্বে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন। তিনি সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষকও ছিলেন। এক সময়ের তুখোড় ছাত্রনেতা ড. রুমেন সুনামগঞ্জের জাগরণী মুক্ত রোভার স্কাউটসেরও সভাপতি। তার পিতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি, সাবেক সংসদ সদস্য মো. আব্দুর রইছ ও মা রফিকা রইছ চৌধুরী বিশিষ্ট নারীনেত্রী ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার সহোদর ব্যারিস্টার এম এনামুল কবির ইমন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী, বড় ভাই ডা. আজিজুল কবির শাহীন চক্ষু বিশেষজ্ঞ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সেজো ভাই ফজলুল কবির তুহিন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য। একমাত্র বোন এডভোকেট নিশাত কবির লিজি ঢাকা জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।