স্থানীয় সরকার মন্ত্রীর কাছে গণদাবি ফোরামের স্মারকলিপি প্রদান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৩, ৭:৫৯:৫০ অপরাহ্ন

সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলামকে সিলেটের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবি জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গত ২১ জানুয়ারি সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রীর কাছে সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট ও সিলেট জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হেসেন জিলন এ স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, এমপি হাবিবুর রহমান, মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খাঁন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশাফাক আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মোস্তাক আহমদ পলাশ, সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান ও পদস্থ কর্মকর্তাবৃন্দ।
স্মারকলিপি দাবিগুলো হচ্ছে- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, জেলায় ও উপজেলায় অবস্থিত ডাক বাংলোগুলোর উন্নয়ন, সিলেট শহর বা শহরতলীতে কমপক্ষে পাঁচশত গাড়ী পার্কিংয়ের সুবিধা সহ অতিথিশালা ও পাঁচশত গাড়ী পার্কিংয়ের সুবিধাসহ মাঠ স্থাপন, সকল উপজেলা সদরকে পৌরসভায় উন্নীত করা। বিজ্ঞপ্তি