ফসল রক্ষা বাঁধের কাজ শুরু না করার প্রতিবাদে সুনামগঞ্জের বিভিন্ন স্থানে মানববন্ধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৩, ৮:০৩:২৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : নির্ধারিত সময়ে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শুরু না করার প্রতিবাদে এবং সময় মতো শেষ করার দাবিতে সুনামগঞ্জের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পৃথক মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেছেন, ‘গত ১৫ ডিসেম্বর বাঁধ নির্মাণ কাজ শুরু করার কথা থাকলেও এখনো অনেক হাওরে বাঁধের কাজ শুরু হয়নি। এ জন্য বক্তারা কর্তৃপক্ষের উদাসীনতা ও খামখেয়ালীপণাকে দায়ী করেন।’ বক্তারা বলেন, ‘২৮ ফেব্রুয়ারি বাঁধ নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও এখনও কাজ শুরু না হওয়ায় গেল বছরের মতো ঝুঁকিতে রয়েছে বোরো ফসল।’ বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, কর্তৃপক্ষের অবহেলায় এবারও যদি হাওর ডুবির ঘটনা ঘটে তা’হলে কৃষকদের সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
সুনামগঞ্জ ঃ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জানান, নির্ধারিত সময়ে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শুরু না করার প্রতিবাদে এবং সময় মতো শেষ করার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে জেলা হাওর বাঁচাও আন্দোলন। গতকাল সোমবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, সহ সভাপতি আলী হায়দর, উপদেষ্টা রমেন্দ্র কুমার দে মিন্টু, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, জেলা কমিটির দপ্তর সম্পাদক দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক শহীদনুর আহমেদ, রুহুল আমিন, প্রভাষক মামুন আহমদ প্রমুখ।
জামালগঞ্জ ঃ জামালগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, হাওর রক্ষা বাঁেধর কাজ সময়মত শুরু না করার প্রতিবাদে এবং নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হাওর বাঁচাও আন্দোলন জামালগঞ্জ উপজেলা কমিটির আয়োজনে গতকাল সোমবার অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি শাহানা আল আজাদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কামাল আজাদ, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধার সন্তান আবুল হোসেন, জহুরা বেগম, রাবেয়া বেগম প্রমুখ।
জগন্নাথপুর ঃ জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, জগন্নাথপুরে সময়মতো ফসল রক্ষা বাঁধের কাজ শুরু না হওয়ার প্রতিবাদে এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গতকাল সোমবার দুপুরে জগন্নাথপুর পৌরসভা পয়েন্টে হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির উদ্যোগে কমিটির আহবায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব অমিত দেবের পরিচালনায় এতে বক্তব্য রাখেন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল , হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন, লুৎফুর রহমান, সদস্য আলী আহমেদ, নুরুল হক, আবাব মিয়া, ছালিক আহমেদ, সাইদুর রহমান, বকুল গোপ, শামীম আহমেদ, জুয়েল আহমেদ, হুমায়ুন কবির ফরিদী প্রমুখ।