আরাফাত কোকো’র মৃত্যুবার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া মাহফিল আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৩, ৮:০৬:৪২ অপরাহ্ন
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কনিষ্ঠ ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার বাদ হযরত শাহজালাল দরগা মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
মিলাদ ও দোয়া মাহফিলে মহানগর বিএনপি, ২৭টি ওয়ার্ড ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী। বিজ্ঞপ্তি