‘কেমুসাস দেওয়ান আহবাব স্বর্ণ পদক-২০২৩’-এর জন্য মনোনীত কবি রাগিব হোসেন চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৩, ৮:১০:৫৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : দেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রবর্তিত ‘কেমুসাস দেওয়ান আহবাব স্বর্ণ পদক-২০২৩’-এর জন্য বিশিষ্ট লেখক, সাহিত্য সংগঠক কবি রাগিব হোসেন চৌধুরীকে মনোনীত করা হয়েছে। ‘কেমুসাস দেওয়ান আহবাব স্বর্ণ পদক ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি হারুনুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মনোনীত ব্যক্তির নাম ঘোষণা করা হয়। ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব সেলিম আউয়ালের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন শাবিপ্রবি’র সাবেক ডিন প্রফেসর ড. কামাল আহমদ চৌধুরী, কেমুসাস ভাষাসৈনিক মতিন উদদীন আহমদ জাদুঘরের পরিচালক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহিন, কেমুসাস-এর সহসভাপতি দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, পদকের দাতা সদস্য যুক্তরাজ্যের সলিসিটর দেওয়ান মাহদি।
প্রখ্যাত লেখক, রাজনীতিবিদ, সমাজ সংস্কারক, ভাষাসৈনিক দেওয়ান আহবাব চৌধুরী বিদ্যাবিনোদ (এমএলএ)’র স্মৃতিরক্ষা তথা অগ্রসর সমাজ বিনির্মাণে তার অবদানকে তুলে ধরা ও নতুন প্রজন্মকে তার চেতনায় উজ্জীবিত করার লক্ষ্যে কেমুসাস এ পুরস্কার প্রবর্তন করেছে। আগামী ২৬ জানুয়ারি ২০২৩ সন্ধ্যায় কেমুসাস’র ৮৬ বর্ষের বার্ষিক সাধারণ সভায় কবি রাগিব হোসেন চৌধুরীকে স্বর্ণপদকটি তুলে দেয়া হবে।
রাগিব হোসেন চৌধুরীÑকবি ঔপন্যাসিক, প্রাবন্ধিক, নাট্যকার, সাংবাদিক, সম্পাদক, শিক্ষাবিদ, সংগঠক। সবগুলো পরিচিতি ছাপিয়ে কবি পরিচয়টাই তার প্রিয় একটি পরিচিতি। প্রথম প্রকাশিত গ্রন্থ উপন্যাস হলেও তার তিনটে কবিতার বই বেরিয়েছে। এগুলো হচ্ছেÑস্বগত সংলাপ, নিষিদ্ধ কবিতা এবং রোকেয়া ভাবী কেমন আছেন। ‘মুক্তির ময়দান কখনো নীরব নয়’ এটি রাগিব হোসেন চৌধুরীর প্রথম উপন্যাস। তার দ্বিতীয় উপন্যাস ‘অশ্রু নয় রক্ত’। তাঁর অন্যান্য গ্রন্থ হচ্ছে- কথকতা: কবিতা প্রসঙ্গ, ফোরাতের তীর থেকে, রাগিব হোসেন চৌধুরীর কলাম ১ম খন্ড, নির্ধারিত প্রবন্ধমালা, শতাব্দীর দুই মনীষা’ ইত্যাদি। কবি রাগিব হোসেন চৌধুরীর একটি বড়ো কাজ ‘সিলেটের শতবর্ষের ঐতিহ্য কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ’ শীর্ষক গ্রন্থ রচনা।