‘সিলেট বিভাগের প্রতিটি উপজেলায় শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছে ইবনেসিনা হাসপাতাল’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৩, ৮:১৪:০৫ অপরাহ্ন
ইবনেসিনা হাসপাতাল সিলেট লিমিটেডের ম্যানেজম্যান্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান বলেছেন, প্রচন্ড শৈত্যপ্রবাহ চলছে সিলেট জুড়ে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে ইবনেসিনা হাসপাতাল প্রতিটি উপজেলায় শীতবস্ত্র নিয়ে শীতার্তদের পাশে দাড়িয়েছে। ইতোমধ্যে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সদর, কুলাউড়া, বড়লেখা, জুড়িসহ সিলেট নগরীর প্রতিটি ওয়ার্ডে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে। আগামী দুই-তিন দিন নগরীতে এ কর্মযজ্ঞ থাকবে ইনশাআল্লাহ।
গত রোববার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জ ইবনেসিনা ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারে ইবনেসিনার পক্ষ থেকে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসপাতালের এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) নজরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ডা. মোদাব্বির হোসাইন, চিফ মেডিকেল অফিসার মেজর (অবঃ) আব্দুস সালাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতালের সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) সাহেদ আলী, এসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) বদরুল হক, মীরগঞ্জ বিজনেস ফোরামের এমডি আব্দুল আজিজ জামাল ও পরিচালক রানিক আহমদ প্রমুখ।
ঝেরঝেরিপাড়া কম্বল বিতরণ
এদিকে ইবনেসিনা হাসপাতালের পক্ষ থেকে রোববার সন্ধ্যায় নগরীর ঝেরঝেরিপাড়া এলাকায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। হাসপাতালের এজিএম ও হেড অব মার্কেটিং মো: ওবায়দুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতালের সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) আজহার উদ্দিন খান, মার্কেটিং অফিসার এহসান রুবেল, বিশিষ্ট সমাজসেবী রফিকুল ইসলাম প্রমুখ।